বিসর্জন
====================
বাস্তবতা নিছক এক বিভ্রম,
নিস্তব্ধ যামিনী,শশীকলা  মায়াবী আঁখি যুগোল তারা ।
আঁধার কালো ,নীল আসমান মায়াবী মায়ায় ভরা ।।
যারা শুধু একাএকা , বন্ধন হীন ,
বন্ধুহীন ,আবেগ হীন প্রাচীরে রাখে ।
ভিজে রোদ্দুরে,স্বপ্ন নিয়ে
আকাশ পানে নির্বাক হয়ে দেখে ।।
বেশি অনুতাপ, আরো কঠিন অপেক্ষা,
হিসেব না মেলা অনুপাত।
ত্যাগ করোনা কখনও ,সত্যি যদি চাও,
হও বজ্র কঠিন,
মিলবে তোমার ধারাপাত ।।
হতাশা নয়,হোক শূন্য,শুকনো উঠোন ।
জীবন শেখায়, দেখায়,
পাওয়া না পাওয়ার অদ্ভুত আলিঙ্গন ।।


বিশ্বাস, অবিশ্বাস পাওয়া না পাওয়ার মাঝে
আলুলায়িত প্রাচীর ।
মুখোশের,মানুষের, মুখোশধারী মিছিলে
কখনও হয়োনা হাজির ।।
জানা অজানা অভিনয় আর অঙ্গন ।
দুয়ের মাঝে এক সেতু বন্ধন,
মিলিয়ে দিলো এক শব্দ-"প্রাক্তন"।।
যোগ্য করে তুলতে গিয়ে সময় শেষে বেলা হলো ।
যোগ বিয়োগের দুয়ের খেলায়
অযোগ্য এক তকমা পেল ।।


শুধু আছো আমার পুরনো বইয়ের পাতার ভাঁজে,
ধুলোজমা ভালোবাসা নামে।
তুমি এখন খামে ভরা একটা নাম,
বাঁচার রসদ আনে না প্রাণে ।।
তুমি যে আমার অনুভূতি,সহানুভূতির তিক্ত  ছায়া।
অচেনা আগামীর, পায়ে পায়ে চলার
নেই কোনো আর মায়া ।।
নীল রং ফিকে হয়ে লাগে নিকষ কালো ।
জানিনা অজান্তে, বিকেলে ভোরের ফুল
কখন যে ঝোরে গেল ।।


ভোরের শিশির ভেজা ঘাসে পা ফেললে পড়ে না মনে ।
মরুদ্যান ,নীল নীলিমা আজ
পরিণত পত্রহীন, আবেগহীন শুষ্ক তোরনে ।।
প্রবাহমান অন্তসলীলা ফলগুপ্রবাহে সবই বেমানান,কালো।
অতীত যা শেখায় বর্তমান আর ভবিষ্যতের জন্য ভালো।