লাইনে দাঁড়িয়ে বোবা কানা খোঁড়া
********************
ঝঞ্ঝা হাজার পথে
অভয় বাণী বুকে
চাঁদ সোহাগি রাতে
ফিসফাস কানাঘুষো চারিপাশে
জ্যোতির আলোর হয়েছে বাড়
কালোয় কালোয় সব সাবাড়
ফলাও করে তত্ত্ব জ্ঞান
দিনে রাতে বাড়ছে ফ্যান
হাওয়াই চটির হাই তুলে
বলছে চুরি করো কাজ ভুলে
কর করি খাই খাও আরো কি যে বলে
সকাল বিকাল শুধু বঞ্চনার কথায় চলে
চালচিত্র চরিত্র যেন চলমান চলচিত্র
খুশি তিনি যুবার হাতে এখন ভিক্ষার পাত্র
লজ্জা সরম বেঁধেছে কাশ ফুলের ডগায়
চা চপ মুড়ি বেচে আর কস পাটিতে চেবায়।
সবাই খুশি তথ্য জ্ঞানে
পরিসংখ্যান হাতে
হাজার টাকায় রিচার্জ করে
তিড়িং তিড়িং নাচে।
নাচছি আমি নাচছো তুমি
নাচছে কলুর বলদ
যুব সমাজ বলির পাঁঠা
কেউ রাখেনি খবর
ধর্না সভা আন্দোলন মরাগাছ আজ
ফুটো কলসি সবার কাঁধে কাঁখে
হচ্ছে না কোনো কাজ
শহর আমার নগর আমার
গ্রামও নাকি তাঁর
খড়্গ এখনো সবার হাতে
বলিকাঠে মাথা কে দেবে এবার
ধারাপাতের জ্ঞান পেয়েছে
বুড়ো থেকে ঘাটের মড়া
তলে তলে সবার হাতে চিতার কাঠ
লাইনে দাঁড়িয়ে বোবা কানা খোঁড়া