আমি ২৮ আর তুমি ২৯ শে ফেব্রুয়ারি,
আমরা কি একে অপরকে ভুলতে পারি?
সংখ্যার বিচারে মোদের পাশাপাশি অবস্থান,
কিন্তু উভয়ের মাঝে রয়েছে বিশাল ব্যবধান।
যেন আমি দেশে তুমি থাকো বিদেশে,
আমাদের মিলন হয় চার বছর শেষে।
ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস এলে প্রতি বছর,
আমি হাতের কড়ে গুণি প্রতীক্ষার প্রহর।
তোমার জন্য প্রতিদিন আমি জ্বালাই দীয়া,
তুমি হয়তো আমায় ভুলে করছো পরকীয়া।
মুখ বুঁজে সহ্য করে অসহনীয় একাকীত্ব,
আমি আজও অক্ষত রেখেছি আমার সতীত্ব।
তুমি হয়তো উপভোগ করছো পূর্ণিমার চাঁদ,
আমি গ্রহণ করছি অশ্রুর লবণাক্ত স্বাদ।
আমি যেন বাংলার সেই গ্রাম্য রমণী,
সৈনিক স্বামীর জন্য ব্যাকুল যার ধমনী।
পেলে তোমার যুদ্ধ থেকে বেঁচে ফেরার চিঠি,
সধবার সিঁদুরে রাঙিয়ে তুলি আমার সিঁথি।
যখন তুমি আসবে সঙ্গে নিয়ে অধিবর্ষ,
আমায় করতে দিও তোমার চরণ স্পর্শ।