তোর পুজোয় ভুলত্রুটি হলে করিস ক্ষমা,
আবার আসিস মা।
নিরামিষের শেষে আমিষ মুখে উঠবে না,
আবার আসিস মা।
বাপের বাড়ি আসতে পারেনি কত নিরূপমা,
আবার আসিস মা।
মহিষাসুরমর্দিনী থেকে হয়েছিলি ঘরের মেয়ে উমা,
আবার আসিস মা।
বৃষ্টির জন্য পন্ড আনন্দোল্লাস রইল জমা,
আবার আসিস মা।
এবারও আমার পোড়া কপালে জোটেনি প্রিয়তমা,
আবার আসিস মা।
নদীর মাটিতে নির্মাণ,নদীতেই বিসর্জন প্রতিমা;
আবার আসিস মা।
মৃতপ্রায় কুটির শিল্প হয়ে উঠেছিল রমরমা,
আবার আসিস মা।
মনকে যতই বোঝাই মন মানে না,
আবার আসিস মা।
নবমীর নিশিকে শিশিতে বন্দী করতে পারিনা,
আবার আসিস মা।