সময় তুমি কবে হয়েছো কার?
তোমাকে আটকানোর সাধ্য নেই আমার।
ফেলে এসে আমার আগরতলা শহর,
দুর্গাপুরে কাটাতে এসেছিলাম ছুটির অবসর।
হাতের মুঠোয় রাখা বালির ন্যায়,
সুখের দিনগুলি হয়ে গেল ব্যয়।
যাত্রা সূচনা করে এবার উপসংহার,
হৃদয় বীণায় বাজছে বিদায়ের ঝংকার।
আজ মামার বাড়িতে শেষ রাত,
যেন দুর্গাপূজার আগেই বিজয়ার বিষাদ।
আজ আমার একি বিড়ম্বনা হায়!
বাড়ি ফেরার আনন্দে কান্না পায়।
হতে চাইনা আমি আরণ্যকের সত্যচরণ,
দুর্গাপুরের জঙ্গলমহলে যেন হয় প্রত্যাবর্তন।
হে দুর্গাপুর, ভুলিয়ে দিয়ে ক্লান্তি;
তুমি দিয়েছিলে আমায় পরম শান্তি।
হে দুর্গাপুর, তুমি ভেবোনা পর;
তোমার ছাদে শুকিয়েছি ভেজা কাপড়।
হে দুর্গাপুর, তুমি ছিলে তাই;
ইচ্ছামতো ব্যবহার করেছি ফ্রি ওয়াইফাই।
হে দুর্গাপুর, আমায় করো মাফ;
তোমার ঔষধের দোকানে মেপেছি রক্তচাপ।
হে দুর্গাপুর, মার্জনা করো ভুল;
তোমার সেলুনে কেটেছি যে চুল।
হে দুর্গাপুর, ক্ষমা করে দিও;
আমাকে তোমার কাছে টেনে নিও।
হে দুর্গাপুর, তুমি ভালো থেকো;
হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারে ম্যাসেজ লেখো।
হে দুর্গাপুর, তুমি দিও অভয়;
অচিরেই আবার যেন দেখা হয়।
হে দুর্গাপুর, তুমি টেনে যবনিকা;
প্রকাশ করো তোমার প্রেমের স্মরণিকা।