বলি আহারে মানব জীবন,
তুই হলি কার কখন?
তোর এই বুকের হৃদস্পন্দন,
চলতে থাকবে কি সারাক্ষণ?
তোর কোলাহল আর কলরব,
একদিন থেমে যাবে সব।
তোর এই নাড়ির টান,
একদিন হবে খান খান।
তোর এই শ্বাস প্রশ্বাস,
একদিন তোকে করবে নিরাশ।
তোর এই নশ্বর শরীর,
একদিন হয়ে যাবে স্থির।
তোর এই চঞ্চল মন,
একদিন হয়ে যাবে প্রশমন।
তোর এই রূপের অহংকার,
একদিন ভেঙে হবে চুরমার।
তোর এই মাথার চুল,
একদিন হয়ে যাবে নির্মূল।
তোর এই চোখের চাহনি,
একদিন আক্রমণ করবে ছানি।
তোর এই নাকের ঘ্রাণ,
একদিন হয়ে যাবে ম্লান।
তোর এই মুখের কথা,
একদিন গ্রাস করবে জড়তা।
তোর এই জিহ্বার স্বাদ,
একদিন হয়ে যাবে বরবাদ।
তোর এই স্বপ্নের যৌবন,
একদিন হবে বার্ধক্যের তপোবন।
তোর এই সাধের দাম্পত্য,
একদিন হয়ে যাবে ক্ষতবিক্ষত।
তোর এই সুখের সংসার,
একদিন হয়ে যাবে ছারখার।
তোর এই স্বরচিত কবিতা,
একদিন ভুলে যাবে রচয়িতা।