মোদের সঙ্গে জড়িয়ে আছে একটি নাম-পত্রিকাওয়ালা।
পত্রিকাওয়ালা-মানে সাইকেলে পত্রিকা নিয়ে এক জীব।
তুমি ভোরের দূত হয়ে ছড়াও খবরের প্রথম আলো,
ঘুম ভাঙলে তোমার হাসিমুখ দেখতে লাগে বড়ই ভালো।
গ্রীষ্মের দাবানল আর শ্রাবণের ঢল,
শরতের দুর্বাদল আর হেমন্তের ফসল,
শীতের কম্বল আর বসন্তের হাওয়াবদল-
উপেক্ষা করে তুমি দুর্বার গতিতে ছুটে চল শহরে-গ্রামে।
তোমার সস্তা স্বপ্নগুলি ভিজে উঠে বুকের কালো ঘামে।
আমাদের চায়ের সঙ্গে জোগাতে গরম খবরের নাশতা,
তোমাকে পেরোতে হয় মাইলের পর মাইল রাস্তা।
ই-পেপারের যুগেও পত্রিকা হাতে নিয়ে পড়ার সুখ,
নিমিষেই দূর করে দেয় অজানাকে জানার তৃষ্ণা-ভুখ।
কর্মনাশা বন্ধের দিনে তুমি বয়ে আনো কর্মের ফরমান,
মাস শেষে বিল নিতে এসে দাও খুচরো টাকার জোগান।
অগ্নিমূল্যের বাজারে যেখানে জীবিকা নির্বাহ করাই দায়,
সেখানে সামান্য আয়ে তুমি শেখালে বাঁচার উপায়।