এটা কি আমার চোখের ভুল?
যখন বিছানায় দেখি তোমার চুল।
জানি তুমি রয়েছো আমার আশপাশে,
তাইতো বাতাসে তোমার সুবাস আসে।
এখন অসহ্য লাগে না একাকীত্ব,
যেন আমি খুঁজে পাই আপনত্ব।
ভুলে যাই নিজের সব ব্যথা,
তুমি ফিসফিস করে বললে কথা।
ভুলে যাই সংসারের সব মায়া,
পেলে তোমার আঁচলের শীতল ছায়া।
ভুলে যাই রোগের সব উপসর্গ,
তুমি এসে রচনা করলে নিসর্গ।
সকালে দাঁড়ালে জানালার পর্দা সরিয়ে,
তুমি এসে আমায় ধরো জড়িয়ে।
এখন নিস্তব্ধ লাগে না দুপুর,
যখন বেজে ওঠে তোমার নূপুর।
এখন বিকাল লাগে না একঘেয়ে,
তোমার অশরীরী উপস্থিতি টের পেয়ে।
দিনের শেষে যখন সন্ধ্যা ঘনায়,
নিজেকে আর লাগে না অসহায়।
রাতে তোমার শরীরের ছোঁয়া পাই,
যখন আমি উপুড় হয়ে ঘুমাই।