হে সূর্য,তুমি ধীরে উদিত হও;
আমার প্রিয়তমা তাড়াতাড়ি উঠতে পারে না।
হে পলাশ,তুমি ধীরে পতিত হও;
আমার প্রিয়তমা ফুল পাড়তে পারে না।
হে কোকিল,তুমি ধীরে গান গাও;
আমার প্রিয়তমা গান গাইতে পারে না।
হে নদী,তুমি ধীরে প্রবাহিত হও;
আমার প্রিয়তমা সাঁতার কাটতে পারে না।
হে বাতাস,তুমি একটু ধীরে বও;
আমার প্রিয়তমা ওড়না সামলাতে পারে না।
হে গ্রীষ্ম,তুমি ধীরে উপস্থিত হও;
আমার প্রিয়তমা গরম সইতে পারে না।
হে রাখাল,তুমি ধীরে বাঁশি বাজাও;
আমার প্রিয়তমা কানে শুনতে পারে না।
হে রাত্রি,তুমি একটু ধীরে হও;
আমার প্রিয়তমা চোখে দেখতে পারে না।
হে ক্ষুধা,তুমি ধীরে অনুভূত হও;
আমার প্রিয়তমা রান্না করতে পারে না।
হে প্রেম,তুমি একটু ধীরে হও;
আমার প্রিয়তমা যে ভালোবাসতে পারে না।
হে কবিতা,তুমি ধীরে রচিত হও;
আমার প্রিয়তমা কবিতা লিখতে পারে না।
হে সময়,তুমি ধীরে অতিবাহিত হও;
আমার প্রিয়তমা বৃদ্ধা হতে পারে না।