আমার সুখতারা হয়তো আমার মতোই একা,
আমার দুঃখের আকাশে দেয়না সে দেখা।
আমি পৃথিবীর আর সে আকাশের নাগরিক,
আমি তুচ্ছ খনিজ,সে মূল্যবান আকরিক।
আমাদের দু'জনের মাঝে দিগন্ত বিস্তৃত ব্যবধান,
সে তারামণ্ডলে সুখী,আমি সংসারে যুযুধান।
আমার পোড়া কপাল,তার ভাগ্য ভালো;
আমি থাকি অন্ধকারে,সে ছড়ায় আলো।
আমি দিনের বেলা করি শুধু ছোটাছুটি,
সে রাতের আকাশে জ্বলে মিটি মিটি।
আমি যখন পড়ে থাকি বিছানার একপাশে,
সে কখনো পূর্ব,কখনো পশ্চিম আকাশে।
সে হয়তো আমার অভিভাবক বৃদ্ধ জটায়ু,
রাবণের কাছে হেরে গেছে হওয়ায় শতায়ু।
আমি যৌবনের বেগে ছিলাম বড্ড ডানপিটে,
রোগে ভুগতে ভুগতে হয়ে গেছি খিটখিটে।
কলকিতে গাঁজা ভরে ধরিয়ে দিলে টান,
ক্ষণিকের জন্য হলেও পাই সুখের সন্ধান।
মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে মুখোমুখি,
ভাবি যদি হতাম সুখতারার মতোই চিরসুখী।