সবাই আমায় ভুল বুঝলেও তুমি কর না কোন নালিশ,
মোরা পরস্পরের জন্য সৃষ্ট আমি আর আমার বালিশ।
মায়ের কোলের পরেই তুমি ছিলে মোর নিরাপদ ঠাঁই,
তোমার মত আপন ত্রিভুবনে যে আর কেউ আর নাই।
শৈশবে তোমায় নিয়ে খেলে কতইনা তোমায় ফাটিয়েছি,
অভিমানের কান্নায় তোমার শুকনো তুলো ভিজিয়েছি।
তুমি ছিলে আমার যৌবনের বিষাদমাখা বসন্তকাল,
তোমায় বুকে জড়িয়ে বুণেছি কত স্বপ্নের মায়াজাল।
তোমাকে সাক্ষী রেখে করেছি দাম্পত্যজীবনে প্রবেশ,
তুমি আমার কালরাত্রির বিরহ, বাসররাত্রির আবেশ।
মোর সন্তানকেও একইভাবে করিয়েছো তোমাতে শয়ন,
তোমার অপার ঔদার্যের মহিমায় সার্থক মোর দু'নয়ন।
মোর ভাবনার ঘোরে যখন কল্পনার অনুপ্রেরণা আসে,
ছন্দের পুঁতি মালা গাঁথি আমি তোমাকে পেয়ে পাশে।
ব্যাধিগ্রস্থ হলে তুমি দিয়েছো সর্বদা আরোগ্যের আশ্বাস,
হতাশাগ্রস্থ মোর দেহ-মনে তুমি জুগিয়েছো আত্মবিশ্বাস।