আমাকে নিয়ে চিন্তা করিস না,
আমি বড় হয়ে গেছি মা।
আগে ভয় পেতাম একা থাকতে,
আজ শিখে গেছি একা বাঁচতে।
আগে প্রেম করে পেয়েছি অবহেলা,
আজ অবহেলা ফিরিয়ে দেওয়ার পালা।
আগে যাকে আমি খুব ভালোবেসেছি,
আজ তাকে ছাড়া ভালোই আছি।
আগে মানুষের মৃত্যুতে কত কেঁদেছি,
আজ মনুষ্যত্বের মৃত্যুতে অবাক হচ্ছি।
আগে ইনজেকশন নিতে পেতাম ব্যথা,
আজ ব্যাথা নিয়েই লিখি কবিতা।
আগে মুখ বুঁজে সহ্য করেছি,
আজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি।
আগে বিশ্বাস করে খেয়েছি ধোঁকা,
আজ বানাতে শিখে গেছি বোকা।
আগে ছিলাম সুবোধ ছেলে গোপাল,
আজ হয়ে গেছি খারাপ রাখাল।