জানি আমি বোকা,
দিতে পারিনা ধোঁকা।
জানি আমি খারাপ,
করি বাজে আলাপ।
জানি আমি অশালীন,
আমার ভাষা লাগামহীন।
জানি আমি অসভ্য,
আচরণ করি অভব্য।
জানি আমি উন্মাদ,
অন্যায়ের করি প্রতিবাদ।
জানি আমি অশান্ত,
কিছুতেই হইনা ক্ষান্ত।
জানি আমি বিভ্রান্ত,
নিতে পারিনা সিদ্ধান্ত।
জানি আমি অপরিণত,
কান্না করি অবিরত।
জানি আমি উদ্ধত,
করিনি মাথা নত।
জানি আমি পাপিষ্ঠ,
তাই সবাই অতিষ্ঠ।
জানি আমি স্পষ্টবাদী,
সবার চোখে অপরাধী।
জানি আমি বন্য,
সবার কাছে নগণ্য।
জানি আমি যাযাবর,
সবার জন্য পর।
মুখে কুলুপ এঁটে তুমি সতর্কিত,
হাটে হাঁড়ি ভেঙ্গে আমি বিতর্কিত।