আমার যত দুঃখ,কষ্ট আর রাগ;
সবকিছুর পেছনে একজন-কে. সি. নাগ।
প্রথম যেদিন করেছিলাম ল.সা.গু. আর গ.সা.গু.,
আমার জীবনে হয়েছিল ১৪৪ ধারা লাগু।
পাটিতে বসে যেদিন শুরু করেছিলাম পাটিগণিত,
সেই বীভৎস স্মৃতি আজ হয়েছে অতীত।
বের করতে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
আমার চোখ দিয়ে অঝোরে ঝরতো জল।
শিখতে গিয়ে অনুপাত,সমানুপাত আর ব্যস্তানুপাত;
আমার মাথায় হত বিনা মেঘে বজ্রপাত।
করতে গিয়ে লাভ ক্ষতির কঠিন অংক,
আমার চোখে মুখে বিরাজ করত আতঙ্ক।
বারবার অনুশীলন করতে গিয়ে সর্বনাশা সুদকষা,
প্রকাশ হয়ে যেত আমার গণিতের দৈন্যদশা।
যখন চেষ্টা করতাম বুঝতে বিন্যাস সমবায়,
নিজেকে মনে হত নিঃস্ব আর অসহায়।
ক্যালকুলেটর টিপে যখন হিসাব করতাম শতকরা,
আমার রক্তে যেন বেড়ে যেত শর্করা।
মুখস্থ করতে গিয়ে সম্পাদ্য ও উপপাদ্য,
আমার গলা দিয়ে নামতো না খাদ্য।
জীবনের যত ভালোবাসা,আনন্দ আর উল্লাস,
সব ছিনিয়ে নিয়ে গিয়েছিল জটিল ক্যালকুলাস।