অন্তর্বাস যদি বাইরে বেরিয়ে আসে,
তাহলে আর কিসের অন্তর্বাস সে?
আপনি বলবেন,"এ কেমন কথা!
অন্তর্বাস না দেখালে কিসের আধুনিকতা?
এমনিতেই বৈশাখ মাসের অসহ্য গরম,
কি হবে করে লজ্জা শরম?
শরীর দেখানোটা যখন একটা আর্ট,
আমাকেও হতে হবে খুব স্মার্ট।
যদি না দেখাই বুকের খাঁজ,
কেউ ফিরে তাকায় না আজ।
আমি যে ক্রিয়েট করি কনটেন্ট,
অন্তর্বাসের লেইস দেখালে পাবো কমেন্ট।
সতী-সাবিত্রী হয়ে কি হবে হাসিল?
আমাকে যে বানাতে হবে রিল।
শালীনতা আর রুচিবোধ চুলোয় যাক,
ভিউজ পেতেই হবে ১ লাখ।
যতই হোক সমালোচনা আর বদনাম,
আমাকে যে করতেই হবে ইনকাম।
পোশাক পরবো স্বচ্ছ আর পাতলা,
আমাকে আটকাবে দেখি কোন শালা"?
অন্তর্বাসও তাই প্রতিবাদে হয়েছে সোচ্চার,
দিতে হবে তার আত্মপ্রকাশের অধিকার।