আপনি পুরুষ মানুষ না?
ট্রেনে আর বাসে দাঁড়িয়ে যেতে হবে,
কেউ আপনাকে সিট ছেড়ে দেবে না।
সবসময় নিজের কাজ নিজেকেই করতে হবে,
কেউ আপনার কাজ করে দেবে না।
পড়ে গেলে নিজেকেই উঠে দাঁড়াতে হবে,
কেউ আপনাকে সাহায্যের হাত বাড়াবে না।
রোজগারের সন্ধানে ঘর থেকে বেরোতে হবে,
কেউ আপনাকে বাড়িতে বসিয়ে খাওয়াবে না।
দোষ না করলেও দোষী হতে হবে,
কেউ আপনার পক্ষে কথা বলবে না।
মিথ্যা মামলায় জেলের ঘানি টানতে হবে,
কেউ আপনার জামিনের ব্যবস্থা করবে না।
সবসময় লিঙ্গ বৈষম্যের শিকার হতে হবে,
কেউ লিঙ্গ নিরপেক্ষ আইন চাইবে না।
দুঃস্বপ্নের বিভীষিকা নিয়েই স্বপ্ন দেখতে হবে,
কেউ আপনার স্বপ্নপূরণ করে দেবে না।
আঘাত পেলে মুখ বুঁজে সইতে হবে,
কেউ আপনার ক্ষতস্থানে মলম লাগাবে না।
কান্না পেলে মুখ লুকিয়ে কাঁদতে হবে,
কেউ আপনার অশ্রু মুছে দেবে না।
নিজের ভাগ্য নিজের হাতেই গড়তে হবে,
কেউ আপনার ভাগ্য গড়ে দেবে না।
সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে হবে,
কেউ আপনার বিপদে এগিয়ে আসবে না।
যুদ্ধে দেশের জন্য শহীদ হতে হবে,
কেউ আপনার বলিদানকে মনে রাখবে না।
ক্ষেতে খামারে সোনার ফসল ফলাতে হবে,
কেউ আপনাকে সঠিক মূল্য দেবে না।
ভালোবাসায় সবকিছু উজাড় করে দিতে হবে,
কেউ আপনাকে সত্যিকারের প্রেম করবে না।
স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে,
কেউ আপনাকে স্বামী হিসেবে দেখবে না।
পুরুষত্বের পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে,
কেউ আপনাকে সন্তানের অধিকার দেবে না।
বিবাহবিচ্ছেদ হলে আজীবন ভরণপোষণ দিতে হবে,
কেউ আপনাকে শান্তিতে থাকতে দেবে না।
সারা জীবন সবার প্রয়োজন মেটাতে হবে,
কেউ আপনাকে কখনো প্রিয়জন ভাববে না।
সারা জীবন পুরুষ হিসেবেই বাঁচতে হবে,
কেউ আপনাকে মানুষ গণ্য করবে না।
আন্তর্জাতিক পুরুষ দিবস কবে জানতে হবে,
কেউ আপনাকে তার অভিনন্দন জানাবে না।