যদি তোমার উৎকৃষ্ট খাবারের অভাব,
তবু নিকৃষ্ট খাবারকেই উপভোগ করো;
কারণ অনেকের যে খাবারই নেই।
যদি তোমার বড় চাকরির অভাব,
তবু ছোট চাকরিকেই উপভোগ করো;
কারণ অনেকের যে চাকরিই নেই।
যদি তোমার ভালো স্ত্রীর অভাব,
তবু খারাপ স্ত্রীকেই উপভোগ করো;
কারণ অনেকের যে স্ত্রীই নেই।
যদি তোমার নতুন বাড়ির অভাব,
তবু পুরানো বাড়িকেই উপভোগ করো;
কারণ অনেকের যে বাড়িই নেই।
যদি তোমার দামী গাড়ির অভাব,
তবু কমদামী গাড়িকেই উপভোগ করো;
কারণ অনেকের যে গাড়িই নেই।
যদি তোমার নামী পরিবারের অভাব,
তবু বেনামী পরিবারকেই উপভোগ করো;
কারণ অনেকের যে পরিবারই নেই।
যদি তোমার কপালে সুখের অভাব,
তবু পোড়া কপালকেই উপভোগ করো;
কারণ অনেকের যে কপালই নেই।
যদি তোমার জীবনে প্রেমের অভাব,
তবু প্রেমহীন জীবনকেই উপভোগ করো;
কারণ অনেকের যে জীবনই নেই।