আজও ভুলিনি তোমায় বহ্নিশিখা ব্যানার্জি,
তুমি যদি হতে সেদিন রাজি।
তোমার বাবার কাছে চাইতাম হাত,
ধুমধাম করে আয়োজন করতাম বৌভাত।
সানাইয়ের সুরে হতো যখন সন্ধ্যা,
সুবাস ছড়াতো ফুলশয্যার খাটের রজনীগন্ধা।
আমি বাসর ঘরে করলে পদার্পণ,
তুমি নিজেকে করতে আমায় সমর্পণ।
যখন ঘুমিয়ে পড়তো পুরো পাড়া,
রাত জেগে দু'জনে দেখতাম তারা।
সকালে যখন চোখেমুখে ক্লান্তির ছাপ,
তুমি সামনে ধরতে চায়ের কাপ।
বাজারের ফর্দ ভালোভাবে করে মুখস্থ,
তোমায় নিয়ে গড়তাম সুখের গার্হস্থ্য।
ইনডাকশন ওভেনে দিয়ে অল্প আঁচ,
তুমি হয়তো ভাজতে ইলিশ মাছ।
যখন বেড়াতে যেতে পরতে শাড়ি,
আমি তোমার কুচি ধরতাম তাড়াতাড়ি।
যখন দেখতাম শার্টের বোতাম নাই,
তুমিও তাড়াতাড়ি করে দিতে সেলাই।
আমি পূরণ করতাম তোমার আবদার,
তুমি আমার জন্য বুনতে সোয়েটার।
তুমি বাড়ির গিন্নি,আমি কর্তা;
একদিন তুমি হয়ে উঠতে অন্তঃসত্ত্বা।
হঠাৎ বেজে উঠলো মোবাইল যখন,
বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ।