এ জীবন এক গহীন বন,
যাতে আমি করছি জীবিকা অর্জন।
আমি কখনো হই দরিদ্র জেলে,
মাছ ধরি নদীতে জাল ফেলে।
আমি ঘরে রেখে একাকী নববধূ,
পেটের দায়ে সংগ্রহ করি মধু।
কখনো কাঠুরিয়া হয়ে কুড়াই লাকড়ি,
আমার যে কপালে জোটেনি চাকরি।
লবণাক্ত জলামাটিতে ভর্তি নদীর উপকূল,
বেঁচে থাকতে গাছের ভরসা শ্বাসমূল।
পরিবেশ তখন হয়ে ওঠে ভয়াল,
যখন দেখা দেয় বিশাল ময়াল।
জঙ্গলের মাঝখানে যেখানে উইপোকার ঢিবি,
সেখানে হয়তো বিরাজ করে বনবিবি।
তার পাশেই কোন গোপন ডেরায়,
ঘুরে বেড়ায় ব্যাঘ্ররাজ দক্ষিণ রায়।
জলে যখন মনে হয় অসহায়,
রক্ষা করে কুমিররাজ কালু রায়।