বাঙালি ভুলে যায়নি তার উৎস,
তাই প্রতিবছর পালন করে নববর্ষ।
নববর্ষ বাঙালির ভবিষ্যৎ,বর্তমান,অতীত;
নববর্ষ এলেই বেজে উঠে রবীন্দ্রসংগীত।
নববর্ষ শেখায় বাঙালি বেশভূষায় সাজগোজ,
সারাদিন ধরে হই-হুল্লোড় আর ভুরিভোজ।
সর্ষে ইলিশ আর তেল কই,
শেষ পাতে শান্তির মিষ্টি দই।
নববর্ষ মানেই শুভেচ্ছা আর অভিনন্দন,
গুরুজনদের প্রণাম করে অর্থ উপার্জন।
নববর্ষের কারণে মন্দিরে মন্দিরে ভিড়,
বৈশাখী মেলার কেনাকাটায় সবাই অস্থির।
পুরুত মশাই মাথায় ধরে ছাতা,
যাত্রা করতে ব্যস্ত নতুন হালখাতা।
নববর্ষের সকালে যে ফুল ফোটে,
তার ছোঁয়ায় বাঙালি বেঁচে ওঠে।