শীতের ঘোমটা খুলে আজ প্রকাশিত ফাগুন,
শকুন্তলা যেন লাগিয়েছে দুষ্মন্তের হৃদয়ে আগুন।
দূর করে বুকে চাপা বরফের চাঁই,
কৃষ্ণপ্রেমে প্রকৃতি যেন হয়ে উঠেছে মীরাবাঈ।
আও সখী তুম প্রেম গীত গাওরে,
আমার মাঝে তোমারে উজাড় করে দাওরে।
পাঠ করে কবি জয়দেব রচিত গীতগোবিন্দ,
নিজের অজান্তেই মনে বিরাজ করছে আনন্দ।
আমি তোমার চাতক,তুমি আমার চাতকী;
তোমার খোঁপায় গুঁজে দেবো প্রস্ফুটিত কেতকী।
শাখায় শাখায় ঝুলছে অজস্র আমের মুকুল,
পূর্বরাগের জোয়ারের জলে প্লাবিত আমার দুকূল।
গাছের মাথায় উঁকি মারা পলাশের কলি,
যেন জিজ্ঞাসা করছে কবে আসবে হোলি।
বাইরে বইছে বসন্তের মৃদুমন্দ ঠান্ডা বাতাস,
ভিতরে চলছে বিনিময় আমাদের গরম নিঃশ্বাস।
চারিদিকে পাখির ডাকে বেজে চলেছে নহবত,
যেন ঘোষণা করছে তোমার আমার মহাব্বত।
ভঙ্গ করে তোমার রক্ষণশীলতা আর অনুশাসন,
উপভোগ করে দেখনা মিলনের নতুন আসন।
থাকলে উভয়ের সম্মতি আর মনের মিল,
হয় না কিছুই অবৈধ আর অশ্লীল।
মেঘলা আকাশে শোনা যায় বজ্রবিদ্যুতের ধুন,
চলনা দু'জনে বিবস্ত্র হয়ে করি মৈথুন।