হলুদ মানেই শীতের ঝরা পাতা নয়,
হলুদ যৌবনের ঋতু বসন্তের প্রতীকও হয়।
গায়ে হলুদ মেখে কনে আর বর,
মনে মনে গুনে মধুর মিলনের প্রহর।
গ্রামের সরষে ক্ষেতে ফোটা হলুদ ফুল,
হলুদ বিপ্লব বললে হবে না ভুল।
জানালা দিয়ে যখন আসে হলুদ প্রজাপতি,
তাকে নিতে হয় না কারোর অনুমতি।
যখন ডাকে হলুদ ইষ্টি কুটুম পাখি,
আমি চুপ করে কান পেতে থাকি।
ঘরে আসলে সূর্যের সোনালী হলুদ আলো,
আমার উদাস মনটা হয়ে যায় ভালো।
যখন বনে ফুটে হলুদ রঙের কনকচাঁপা,
আমার কবি মনের কল্পনা মেলে পাখা।
যখন বাজারে উঠে হলুদ রঙের গোলাপ,
ভালোবাসা দিবস হয়ে উঠে প্রেমে ছয়লাপ।
হলুদ শাড়ি পরলে বসন্ত পঞ্চমী তিথিতে,
মনে হয় সিঁদুর দিই প্রিয়তমার সিঁথিতে।
একে অপরকে মেখে হলুদ রঙের আবির,
হোলি জমে উঠে আমার আর ভাবীর।