যে একদিন ভালোবেসে ছিল,
সে আজকাল একা আরো;
যে সেদিন অভিনয় করেছিল,
তার আজকাল বড্ড পোয়াবারো।
যে একদিন বিশ্বাস করেছিল,
সে আজও প্রেমে অন্ধ;
যে সেদিন ধোঁকা দিয়েছিল,
তার আজ দরজা বন্ধ।
যে একদিন মন দিয়েছিল,
তার আজকাল মানসিক চাপ;
যে সেদিন মন ভেঙেছিল,
তার নেই কোন অনুতাপ।
যে একদিন কথা রেখেছিল,
তার আজকাল লেগেছে দাগ;
যে সেদিন খেলাপ করেছিল,
তার কথায় কথায় রাগ।
যে একদিন উপকার করেছিল,
সে আজকাল খুবই নিরুপায়;
যে সেদিন উপকার পেয়েছিল,
তার দেখা কে পায়।
যে একদিন উদারতা দেখিয়েছিল,
তার আজকাল ভীষণ অভাব;
যে সেদিন সাহায্য নিয়েছিল,
তার উপেক্ষা করাটাই স্বভাব।
যে সেদিন দয়া দেখিয়েছিল,
তার আজকাল নেই ঠাঁই;
যে সেদিন উদ্ধার হয়েছিল,
তার কোন কৃতজ্ঞতা নাই।
আজকাল ভালোবাসা সে-ই পায়,
যে ছলচাতুরী করে ঠকায়।
আজকাল ভালোবাসা শুধুই তার,
যে করতে পারে অত্যাচার।