ঘরের বাইরে শুধুই শীতের শুষ্কতা,
ভিতরে প্রেমহীন দাম্পত্যের রুক্ষতা।
তুমি ছাড়া আমার এ জীবনের জমি ঊষর,
যৌবনের রঙীন ছবিগুলি হয়ে গেছে ধূসর।
দিগন্ত পর্যন্ত ছড়ানো তোমার ঐ ঘাগরা,
তারই তলায় আমি বানাবো ছোট্ট ছাপরা।
তোমার ঐ উন্মুক্ত পিঠে যেখানে রয়েছে তিল,
সেখানে আমি হাল চালিয়ে চাষ করবো নীল।
দেখে তোমার ওই নিতম্ব জোড়া নিটোল,
আমি প্রথম বুঝেছিলাম যে পৃথিবী গোল।
যেখানে গিয়ে তোমার খোলা চুল হয়েছে শেষ,
আমি স্থাপন করবো ভালোবাসার উপনিবেশ।
তোমার ওই গর্ভগৃহ যদি আমায় দাও লিজ,
আমি সেখানে বুণবো আমার সন্তানের বীজ।
আমি প্রেমের বৃষ্টি রূপে পড়লে এক পশলা,
তোমার পাথুরে মাটি হয়ে উঠবে দোফসলা।
দিনের আলোয় তোমায় নিয়ে দেখি খোয়াব,
দু'জনে নদী হয়ে গড়বো নিজেদের দোয়াব।
তোমার ঐ দুই বুকের মাঝে যে উপত্যকা,
তাতেই হামাগুড়ি দেবে আমাদের খোকা।