বিবেক গেছে লম্বা ছুটিতে,
শিমলা,মানালি কিংবা ঊটিতে।
তাইতো মানুষ এতো পাষাণ,
মনুষ্যত্বকে দিয়েছে জলে ভাসান।
সে ধরছে না ফোন,
তাই ধর্ষিতা হচ্ছে মা-বোন।
সে হয়ে গেছে নিখোঁজ,
তাই যুদ্ধ হচ্ছে রোজ।
সে দিয়ে গেছে ফাঁকি,
তাই সৎ ব্যক্তিরা একাকী।
তার নেই কোন খবর,
তাই সভ্যতার খুঁড়ছে কবর।
তার নেই যোগাযোগের ঠিকানা,
তাই দুর্বল সবলের নিশানা।
তার দরজায় ঝুলছে তালা,
তাই ভ্রষ্টাচার মেলছে ডালপালা।
তার নেই কোন ছবি,
তাই ব্যর্থ প্রচেষ্টা সবই।
সে হয়ে গেছে বধির,
তাই দুর্বৃত্তরা আনন্দে অধীর।
সে হয়ে গেছে অন্ধ,
তাই ছড়াচ্ছে কেচ্ছার গন্ধ।
সে হয়ে গেছে অপহৃত,
তাই আজ জীবিতও মৃত।
সে জ্বলে গেছে দাবানলে,
তাই সমাজ যাচ্ছে রসাতলে।