আজকাল সবাই খুবই গম্ভীর,
সম্পর্কের মাঝে ধরেছে চিড়;
তাই বিনা কারণেই হাসুন।
বাঁচার জন্য চারিদিকে প্রতিযোগিতা,
একে অপরকে করছে অসহযোগিতা;
তাই বিনা কারণেই ভালোবাসুন।
গানের মধ্যে নেই সুর,
তালে ভুল হচ্ছে প্রচুর;
তাই বিনা কারণেই নাচুন।
পথ চলে গেছে অনন্তে,
আকাশ মিশে গেছে দিগন্তে;
তাই বিনা কারণেই হাঁটুন।
অন্ধকার করে নামে রাত্রি,
জোনাকিরা হয় তার সহযাত্রী;
তাই বিনা কারণেই জাগুন।
মৌসুমী বায়ুর পড়লে দৃষ্টি,
বর্ষাকালে মুষলধারে হয় বৃষ্টি;
তাই বিনা কারণেই ভিজুন।
সবকিছু করতে গিয়ে ত্যাগ,
বেড়ে যায় আবেগের গতিবেগ;
তাই বিনা কারণেই থামুন।
সর্বত্রই অন্যায় আর অবিচার,
ইন্দ্রিয়সুখের নামে শুধুই ব্যাভিচার;
তাই বিনা কারণেই ভাবুন।
জীবনযাত্রা হয়ে গেছে কঠিন,
মানুষ হয়ে গেছে দিশাহীন;
তাই বিনা কারণেই বাঁচুন।