একটি ছেলের জন্ম থেকে বিয়ে অবধি,
শুধুই শুনতে হয় "বউকে খাওয়াবি কি?"
এতে তার মনে এই ধারণা জন্মায়,
বউই এই পৃথিবীতে সবচেয়ে বেশী খায়।
একদিন তার যখন বাজে বিয়ের বাদ্য,
বউ হয় খাদক আর সে খাদ্য।
সংসারের জমিতে সে ফলায় সোনার ফসল,
তাকে ঘিরে রচিত হয় খাদ্য শৃঙ্খল।
বৌভাতের দিন নিয়ে ভাত কাপড়ের ভার,
সে রাঁধে ভাত আর কাচে বেডকভার।
তার এতদিনের শিক্ষা, দীক্ষা আর জ্ঞান;
বিয়ের পরে বউয়ের কাছে শূন্যের সমান।
তার কঠোর পরিশ্রমের বিনিময়ে অর্জিত উপার্জন,
দিয়ে তাকে করতে হয় বউ পালন।
ঋণ করে পূরণ করলেও সকল বায়না,
সে কোনদিনও তার বউয়ের মন পায়না।
যদি বিয়ে ভেঙ্গে যায় তারই দোষ,
তখন তাকে চালাতে হয় বউয়ের খোরপোষ।
মামলা শেষে কোর্টের নির্দেশে বিবাহবিচ্ছেদ আইনে,
প্রতিমাসের শেষে কাটা হয় তার মাইনে।
তার মনে একটি প্রশ্নই ঘুরপাক খায়,
বউকে কেন খাওয়াবে যদি চলে যায়?