আকাশ থেকে নামা হে বৃষ্টি বালিকা,
তুমি যদি কোনদিন হতে আমার শ্যালিকা!
তোমার আগমনে আমি দু'হাতে বাজাতাম তালি,
সাধেই কি বলে শালী অর্ধেক ঘরওয়ালি।
কখনো রাত, কখনো সকাল, কখনো দুপুর;
তোমার সুরে মুখরিত হতো আমার অন্তঃপুর।
নিজের উপর রাখতে পারতাম না কাবু,
যখন আমি তোমার মুখে শুনতাম "জামাইবাবু"।
সহ্য করে স্ত্রী রোদেলার রোদের অত্যাচার,
তোমার ধারায় ভিজে পেতাম ছোঁয়া শীতলতার।
যখন তোমার জন্য আসতো বিয়ের আলাপ,
তোমাকে হারানোর ভয়ে হতো মন খারাপ।
জানি একদিন সুদর্শন শরতের দেখা পেলে,
তুমি চলে যেতে আমাকে একলা ফেলে।
শ্বশুরবাড়িতে যখন করতো না কেউ হৈচৈ,
চিৎকার করে বলতাম "বৃষ্টি তুমি কই"?