কাঠফাটা রোদে যখন গরমে সবার নাভিশ্বাস,
আবহাওয়া দপ্তরের কথায় নেই বৃষ্টির পূর্বাভাস।
সূর্যদেবের ক্রোধের লেলিহান আর রক্তিম আভা,
মর্ত্যলোক জ্বালিয়ে স্বর্গলোকে দিয়েছে তার থাবা।
ইন্দ্রসভার বাতানুকূল যন্ত্র হয়ে গেছে নষ্ট,
অপ্সরাদের নৃত্য দেখতে ইন্দ্রদেবের হচ্ছে কষ্ট।
তেতে উঠেছে সুরা আর স্বর্গের ছাদ,
সবকিছু দেখে শচী দেবী গুনছেন প্রমাদ।
পৃথিবীর আবেদন পত্রে ইন্দ্রদেব করলে দস্তখত,
বর্ষার ঘোষণা করে ডেকে উঠবে ঐরাবত।
বরুণদেব খাপ থেকে বের করে তলোয়ার,
অবাধ্য মেঘের উপর করবেন কঠিন প্রহার।
তখন আকাশ ভেঙে মেঘের করুণ কান্না,
নামবে দুই বোন-ঝরনা আর বন্যা।
পবনদেব সন্তুষ্ট হয়ে যদি দেন বর,
বাতাসে সব লন্ডভন্ড করে আসবে ঘূর্ণিঝড়।
দোহাই তোমার রক্ষা করো হে বৃষ্টি,
এই মরুভূমিতে তুমি করো মরূদ্যান সৃষ্টি।
দোহাই তোমার দয়া করো হে বৃষ্টি,
তোমার জলের ঝাপটায় ঝাপসা হোক দৃষ্টি।