মেঘলা আকাশে বেজে উঠেছে মেঘেদের সানাই,
সবাইকে বৃষ্টির বিয়েতে ডালভাতের নিমন্ত্রণ জানাই।
গরমের বিদায়ের পরে এবার বৃষ্টির পালা,
বজ্রপাতের ডিজের আওয়াজে সবার কান ঝালাপালা।
ক্ষেতে খামারে ব্যাঙের দল উলুধ্বনিতে মত্ত,
ছোট বোন মৌসুমী(বায়ু) সাজায় বিয়ের তত্ত্ব।
এক তত্ত্বে নানান পদের মিষ্টির হাঁড়ি,
আরেক তত্ত্বে শার্ট,প্যান্ট আর শাড়ি।
এক তত্ত্বে আম,কাঁঠাল আর নারকেল,
আরেক তত্ত্বে সাবান,শ্যাম্পু আর তেল।
এক তত্ত্বে আয়না,টুথব্রাশ আর টুথপেস্ট,
আরেক তত্ত্বে পটেটো চিপস আর চকোলেট।
এক তত্ত্বে সব রকম শাকসবজির ঝুড়ি,
আরেক তত্ত্বে টিপ,আলতা আর চুড়ি।
এক তত্ত্বে কিসমিস,আখরোট আর বাদাম,
আরেক তত্ত্বে জর্দা,সুপারি আর পান।
এক তত্ত্বে ক্রিম,পাউডার আর লোশন,
আরেক তত্ত্বে কলস আর থালা বাসন।