ভুলতে গিয়ে জীবনের ব্যর্থতা,
আমার আশ্রয়দাতা হয় কবিতা।
যতবারই হই আমি ছন্দহারা,
নিজেকে মনে হয় ছন্নছাড়া।
আমার নেই বর্ণের বর্ণাঢ্যতা,
নাই আছে ঘটনার ঘনঘটা।
আমার নেই শব্দের প্রাচুর্য,
নাই আছে শৈল্পিক কারুকার্য।
আমার নেই জানা ব্যাকরণ,
নাই আছে বাক্যের নিয়ন্ত্রণ।
আমার নেই ভাবের আবেশ,
নাই আছে ভাষার সমাবেশ।
আমার নেই কোন পৃষ্ঠপোষক,
নাই আছে কোন পথপ্রদর্শক।
আমার নেই কোন পান্ডিত্য,
নাই আছে জানা সাহিত্য।
আমার নেই কোন ব্যুৎপত্তি,
নাই আছে জ্ঞানের সম্পত্তি।
আমার মনন আর চিন্তন,
শুধু করা কবিতার গুণকীর্তন।
কবিতা যখন গল্পের মতন,
আমার হয়ে যায় ছন্দপতন।
ছন্দহীন কবিতা রচনার দ্বন্দ্ব,
মিটিয়ে দেয় ছন্দের স্বাচ্ছন্দ্য।