চাপের মধ্যে যখন কাটছে জীবন,
চাপের সাম্রাজ্যে সবাইকে জানাই স্বাগতম।
উপেক্ষা করে রাশিয়ার বিশাল চাপ,
ইউক্রেন জ্বলে পুড়ে হয়েছে খাক।
যখন বিরোধীরা দেয় অনাস্থার ডাক,
সরকারের উপর আসে ভীষণ চাপ।
প্রকৃতির রোষানল থেকে নেই মাফ,
সারাবছর সমুদ্রে সৃষ্টি হয় নিম্নচাপ।
খেলে ঝাল,মশলা আর গুরুপাক;
পেটের গ্যাস তৈরি করে উর্ধ্বচাপ।
মা আর বউর বিপরীতমুখী পার্শ্বচাপ,
সামলাতে গিয়ে পুরুষের উচ্চ রক্তচাপ।
ছাত্রের উপর ভালো রেজাল্টের চাপ,
আনে তার চোখে-মুখে ক্লান্তির ছাপ।
বেকার ছেলের উপর উপার্জনের চাপ,
প্রয়োগ করে স্বয়ং তার বাপ।
১৪ই ফেব্রুয়ারিতে বয়ফ্রেন্ডের খুব চাপ,
গার্লফ্রেন্ডকে কিনে দিতে হয় গোলাপ।
স্বামী যদি করে কথার খেলাপ,
স্ত্রী দেয় চলে যাওয়ার চাপ।
দিনরাত খেতে খেতে সয়া চাপ,
জিহ্বার স্বাদ হয়ে যায় খারাপ।