কে বলেছে ছেলেদের ভাগ্য ভালো হয়?
কারণ ছেলে হওয়াটা কোন ছেলেখেলা নয়।
যে সবসময় দোষ ধরতো মায়ের রান্নায়,
আজ সে নিজেই রান্না করে খায়।
যে পত্রিকা নিয়ে লড়তো বাবার সাথে,
আজ সে বাড়ি ফিরে গভীর রাতে।
যে খেতে বোনের সঙ্গে করতো ঝামেলা,
আজ তার খাওয়ার ব্যাপারে শুধুই অবহেলা।
যে বন্ধুদের সঙ্গে খেলা করতো মাঠে,
আজ তার সময় কাজের ব্যস্ততায় কাটে।
যে দাদু দিদিমার কাছে করতো বায়না,
আজ সে কারো কাছে কিছু চায়না।
যে স্ত্রীকে দিয়েছিলো নিজের জীবনসঙ্গিনীর স্থান,
আজ সে তার কাছে পায়না সম্মান।
যে কথায় কথায় করতো খালি ছেলেমানুষি,
আজ সে থাকতে ভুলে গেছে হাসিখুশি।
যে স্কুল পালিয়ে দিতো ক্লাস ফাঁকি,
আজ সে হয়ে গেছে একেবারেই একাকী।
যে গৃহশিক্ষকের কাছে খেতো রোজ মার,
আজ তার জীবনটা হয়ে গেছে ছারখার।