ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে অবশেষে এলো ডিসেম্বর,
সারাবছর পরীক্ষার পরে দেবে এবার নম্বর।
ডিসেম্বর মানে চারিদিকে শুরু বিবাহের মরশুম,
একাকীত্বের বিরহে অবিবাহিতদের চোখে নেই ঘুম।
ডিসেম্বর মানে হরেক রকমের শাক সবজি,
জলে হাত দিলেই কেটে নেয় কব্জি।
ডিসেম্বর মানে ট্যাংরা আর বোয়াল মাছ,
হাঁসের মাংসে খাঁটি সর্ষের তেলের ঝাঁজ।
ডিসেম্বর মানে শীতের শিহরণ জাগানো সকাল,
খাবার পাতে বেগুনী আর ধনেপাতার ডাল।
ডিসেম্বর মানে বাড়ি ফিরেই গরম কফি,
ব্লু টুথ স্পিকারে বেজে ওঠে মোহাম্মদ রফি।
ডিসেম্বর মানে ফসল তুলে ধানক্ষেত খালি,
খেজুরের রস,পাটালি গুড় আর লালি।
ডিসেম্বর মানে হরিতকী,বহেড়া আর আমলকী,
মূলা,শিম,ফুলকপি ওলকপি আর বাঁধাকপি।
ডিসেম্বর মানে তেঁতুলের চাটনির সঙ্গে সিঙ্গারা,
রাতে বাল্ব জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার মহড়া।
ডিসেম্বর মানে গির্জায় বড়দিনের মেলার ভিড়,
পার্কে প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদনে অস্থির।
ডিসেম্বর মানে হরিনাম সংকীর্তনের জমজমাট আসর,
পিকনিক পার্টির গান বাজানো মাইকের উচ্চস্বর।
ডিসেম্বর মানে বর্ষ বিদায়ে ভারাক্রান্ত মন,
আবার ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর আয়োজন।