আগামী তিনদিন অফিস বন্ধ,
তাই আজ ভীষণ আনন্দ।
কিন্তু কাল, পরশু, এর পরের দিন?
আমার অবস্থা যে হয়ে উঠবে সঙ্গিন।
সকালবেলা যখন সূর্য উঠবে,
আমার মনে কলি ফুটবে।
চোখ-মুখ ধুয়ে করে দাঁত ব্রাশ,
পত্রিকা পড়তে পড়তে সারবো প্রাতরাশ।
বারোটায় এসে যখন এক হবে ঘড়ির দুটি কাঁটা,
খা খা করে উঠবে বুকের ভেতরটা।
দূর করতে গিয়ে শ্মশানের নিস্তব্ধতা,
নিজের সঙ্গে আমি বলবো কথা।
ঘুঘুর ডাকে যখন হবে দুপুর,
বুকের নিচে বালিশ ধরে হবো আমি উপুড়।
চৈত্র মাসের বসন্ত বিকেলে,
আমার ঘুম ভাঙবে সূর্য অস্ত গেলে।
যখন ঘনিয়ে আসবে সন্ধ্যা,
নিজেকে মনে হবে বন্ধ্যা।
অন্ধকার আকাশে যখন চাঁদ দেবে দেখা,
নিজেকে মনে হবে একেবারেই একা।
যখন কাটবেনা কিছুতেই রাতের প্রহর,
তখন মনে হবে এ যেন ধূসর অবসর।