বাতাসে বাঁশ পাতার শির শিরানি শব্দ,
ভালো করে শুনতে পারিনি আজ অব্দ।
দায়িত্ব কর্তব্যের পিছুটানে চলো চলাই কাঁচি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।
নিস্তব্ধ দুপুরে দাঁড়িয়ে বিশাল বটগাছের তলায়,
কখনো দেখিনি বটকল কিভাবে ফল খায়।
পাছে উড়ে যায় তাই আটকিয়ে হাঁচি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।
আম গাছের শাখায় শাখায় এসেছে মুকুল,
সময়ের অভাবে মন আজও হয়নি ব্যাকুল।
ক্ষেতে খামারের জমা জলে হয়ে ব্যাঙাচি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।
সারা জীবন নিতে পরের দেওয়া শংসাপত্র,
কতো মাথা নত করতে হয়েছে যত্রতত্র।
পরের মতামত উপেক্ষা করে আপনত্বের কাছাকাছি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।
সংসারের ঘানি টানতে টানতে হয়ে ক্লান্ত,
আমার দিশাহারা মন আজ বড়ই বিভ্রান্ত।
থালা বাসন বাজিয়ে চলো আজ নাচি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।
তার কালো চোখের দৃষ্টিতে বজ্রবিদ্যুতের ঝলকানি,
যেন আমায় দেয় পরকীয়া প্রেমের হাতছানি।
এমন প্রেমে পড়তে আমি মুখিয়ে আছি,
এসো বন্ধু এবার নিজের জন্য বাঁচি।