এই দুনিয়ায় কেউই নিখুঁত নয়,
কারণ চাঁদের গায়েও দাগ হয়।
যে রাধার সবাই দেয় জয়ধ্বনি,
সেও যে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী।
কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যকে করতে হত্যা,
ধর্মরাজ যুধিষ্ঠিরকেও বলতে হয়েছিল মিথ্যা।
বিশ্বকর্মা বেহুলা-লখিন্দরের যে ঘর বানালো,
তাতেও তো একটি ছিদ্র ছিল।
যে সুন্দরীকে দেখলে আসে দিল,
তার গালেও তো থাকে তিল।
যে সিংহের সমকক্ষ কেউ নয়,
তাকেও সিংহীর কাছে যেতে হয়।
বাড়ির কর্তা কি কখনো কয়?
গিন্নির রান্নায় নুন কম হয়।
যে গোলাপ ফুলের এত চাহিদা,
তাতেও যে থাকে অসংখ্য কাঁটা।
যে আমের প্রতিদ্বন্দ্বী কেউ নয়,
তার ভিতরেও তো পোকা হয়।
আমাদের সিদ্ধান্তও সবসময় সঠিক নয়,
তাইতো ভুল মানুষকেই পছন্দ হয়।