কারোর সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ?
নিজের বন্ধু নিজেকেই হতে হবে জানি,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কারোর সঙ্গে ভালোবাসা করে কি লাভ?
সে ভাববে আমি করছি তার গোলামী,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কারোর উপর অভিমান করে কি লাভ?
যে পর সে আপন হবেনা কোনদিনই,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কাউকে অযথা পাত্তা দিয়ে কি লাভ?
আমার কাছে আমি যে সবচেয়ে দামী,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কাউকে দোষী সাব্যস্ত করে কি লাভ?
সে তো পালন করছে তার ভূমিকাখানি,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কারোর জন্য প্রতিশোধ পুষে কি লাভ?
যে অপরাধী সে শাস্তি পাবে এমনিই,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কেউ হারিয়ে গেলে খুঁজে কি লাভ?
যে ফেরার ঠিক ফিরে আসবে আপনিই,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।
কারোর জন্য আফসোস করে কি লাভ?
যে ভাগ্যে নেই কখনো হবেনা অর্ধাঙ্গিনী,
তাই আজ একা বাঁচতে শিখছি আমি।