যখন উইন্ড চাইমটি বাজে বাতাসে,
উল্কা খসে পড়ে অন্ধকার আকাশে;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন প্যাঁচা ডাকে গাছের ডালে,
ঝিঁঝি পোকার সঙ্গে সমান তালে;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন যান্ত্রিক সভ্যতা থেকে দূরে,
কীর্তনীয়া গান গায় করুণ সুরে;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন দুঃস্বপ্ন দেখে প্রচণ্ড পিপাসায়,
হঠাৎ করে ঘুম ভেঙে যায়;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন ভয়াবহ হয়ে উঠে পরিস্থিতি,
টের পাই কোন অশরীরীর উপস্থিতি;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন টিকটিকি দেয় সত্যের সীলমোহর,
ঘড়িতে তখন রাতের শেষ প্রহর;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন ভালোবাসার জমি লাগে ঊষর,
রঙিন জীবনটা হয়ে উঠে ধূসর;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন স্বার্থ ফুরিয়ে গেলে পরে,
কাছের মানুষ চলে যায় দূরে;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন অনুভব করি বিরহ ব্যথা,
ভিজে উঠে দুই চোখের পাতা;
উপলব্ধি করি আমি ভীষণ একা।
যখন ময়না পাখি কয়না কথা,
যেন বিরাজ করে শ্মশানের নিস্তব্ধতা;
উপলব্ধি করি আমি ভীষণ একা।