শীত,গ্রীষ্ম,বর্ষা কিংবা শরৎ;
আমাকে সবাই চেনে,নাম রাজপথ।
আমি সভ্যতার চাকা রাখি সচল,
আমি ছাড়া যোগাযোগ ব্যবস্থা অচল।
আমি চিতিয়ে দিয়েছি আমার বুক,
সবাই ফেলে আমার উপর থুক।
যখন কেউ বসে ভিক্ষা করে,
আমার চোখ দিয়ে জল ঝরে।
মানুষ যখন হয়ে ওঠে নির্বোধ,
আমার উপর বসে করে অবরোধ।
যখন বিরোধী দল ডাকে বনধ-হরতাল,
বিক্ষোভে আমি হয়ে উঠি উত্তাল।
কখনো অ্যাম্বুলেন্স বাজিয়ে যায় সাইরেন,
কখনো আবার যায় প্রিজন ভ্যান।
যখন যায় কোন ফায়ার ইঞ্জিন,
আমার ভেতরটা করে চিন চিন।
যখন যায় বারো চাকার ট্রাক,
আমার হাড়গুলি হয়ে যায় ফাঁক।
যখন যায় বিয়ের বরযাত্রীর গাড়ি,
আমার মনে আনন্দ হয় ভারী।
যখন যায় কোন শববাহী যান,
আমার মুখখানা হয়ে যায় ম্লান।
যখন ঘটে যায় কোন দুর্ঘটনা,
আমি অনুভব করি প্রচন্ড বেদনা।