ভেতরে দুঃখ জমে হয়েছে পাথরের পাহাড়,
কিছুতেই বহন করতে পারছিনা এই ভার।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
যার সঙ্গে দুঃখগুলি ভাগ করা যায়।
বুকে কান পাতলে শুনবে আমার কান্না,
মানুষের প্রতি জন্মেছে অবিশ্বাস আর ঘেন্না।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
যাকে চোখ বুঁজে বিশ্বাস করা যায়।
সবাই থাকা সত্ত্বেও আমি বড়ই একা,
যাকে পাওয়ার কথা তার নেই দেখা।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
যাকে ঘুমের ঘোরে হাত বাড়ালেই পাই।
আমার প্রেমকে কেউ কোনদিন করেনি গণ্য,
হয়ে উঠতে পারিনি কোনো নারীর স্নেহধন্য।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
যে নিজের হৃদয়ে দেবে আমাকে ঠাঁই।
আমার প্রতিভার কখনো হতে পারেনি বিকাশ,
আমার কবিতাকে নিয়ে সবাই করে উপহাস।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
আমার পৃষ্ঠপোষক হতে যার আপত্তি নাই।
আমাকে কেউ আজও সঠিকভাবে করেনি মূল্যায়ন,
আমার মনের বাগানের ফুলগুলির হয়নি পরাগায়ন।
তাই আমার এমন একটা তোমাকে চাই,
যে একমাত্র বোঝার চেষ্টা করবে আমায়।