সকাল বিকাল একই নদীতে দাঁড় বেয়ে,
জীবনটা অবশেষে হয়ে গেছে ভীষণ একঘেয়ে।
নতুন কোন এক খেয়াঘাটে ভিড়িয়ে তরী,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
একদিনের জন্য বর সাজার মায়াবী আনন্দে,
সারা জীবন আটকা পড়েছি বগার ফান্দে।
বাসর রাতের প্রতিশ্রুতি মাটিতে খাচ্ছে গড়াগড়ি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
বিবাহের বস্তাপচা আদর্শ নিয়ে চলতে গিয়ে,
বেঁচে আছি ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে।
দা দিয়ে ছিন্ন করে দাম্পত্যের দড়ি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
সাত জনম ধরে সাত পাকের গ্যাঁড়াকলে,
যৌবনের সূর্য যে ঢলে পড়ছে অস্তাচলে।
অমান্য করে সমাজের সব বিধিনিষেধের কড়াকড়ি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
তিন বেলা খেয়ে খেয়ে একই খাদ্য,
রুচি পরিবর্তনের অভাবে হয়ে গেছে অগ্নিমান্দ্য।
মন চাইছে নতুন কিছু পরখ করি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
সারা জীবন চরিত্রবান সেজে মুখ বুঁজে,
আমি সংসারে পাইনি কখনো সুখ খুঁজে।
তাই এবার দিয়ে চরিত্রহীনতার হাতে খড়ি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
আজ একে অপরের মাঝে নেই বিশ্বাস,
মুমূর্ষু সম্পর্ক ত্যাগ করছে শেষ নিঃশ্বাস।
আর কতকাল করবো মুক্তিপণ নিয়ে দরাদরি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
যার সঙ্গে পার করেছি এত মাইলস্টোন,
সে বদলায়নি আমার প্রতি তার দৃষ্টিকোণ।
এবার তাহলে অন্য কারোর হাত ধরি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।
দেখে তোমার ঐ ভুবনমোহিনী রূপের জাদু,
আমি জানোয়ার হয়ে নাচি জামাল কুদু।
মাথার উপর সুরার গ্লাস দিচ্ছে সুড়সুড়ি,
এসো সখী তোমার সঙ্গে পরকীয়া করি।