কেউ মরছে রথযাত্রায় অংশ নিয়ে,
কেউ মরছে টাইটানিক দেখতে গিয়ে।
কেউ মরছে ট্রেন দুর্ঘটনায় বালেশ্বরে,
কেউ মরছে স্বেচ্ছামৃত্যু দাবি করে।
কেউ মরছে বিষধর সাপের ছোবলে,
কেউ মরছে লাভ জিহাদের কবলে।
কেউ মরছে মৌলবাদীদের ছুরির আঘাতে,
কেউ মরছে রাশিয়া ইউক্রেন সংঘাতে।
কেউ মরছে নির্বাচনের রাজনৈতিক সন্ত্রাসে,
কেউ মরছে প্রাকৃতিক বিপর্যয়ের গ্রাসে।
কেউ মরছে সীমাহীন হতাশার বশে,
কেউ মরছে পাহাড়ে হিমবাহ ধ্বসে।
কেউ মরছে অতিরিক্ত মদ্যপান করে,
কেউ মরছে ড্রাগসের পাল্লায় পড়ে।
কেউ মরছে কেরোসিনের আগুনে জ্বলে,
কেউ মরছে ফাঁসি দিয়ে গলে।
কেউ মরছে হয়ে বেঘোরে খুন,
কেউ মরছে হত্যা করায় ভ্রূণ।
কেউ মরছে অভিশপ্ত দাম্পত্যের জাঁতাকলে,
কেউ মরছে গার্হস্থ্য হিংসার ফলে।
জীবনদায়ী ঔষধে মহামারী জয় করেও,
একটাই প্রশ্ন-এতো মৃত্যু কেন?