যদি মনে বিরাজ করে হারানোর ভয়,
তবে এই জীবন তোমার জন্য নয়।
কে বলে আনন্দ সবকিছু পেলে কাছে?
অফুরন্ত আনন্দ যে হারানোর মাঝেও আছে।
স্কুলে যখন রাবার আর পেন্সিল হারাতাম,
বাড়িতে বকুনি খেয়ে আবার নতুন পেতাম।
মন্দিরে গেলে যখন আমি হারাতাম জুতো,
খুঁজে পেতাম আবার নতুন কেনার ছুতো।
গাড়িতে উঠলে যখন আমি হারাতাম ছাতা,
বৃষ্টিতে ভিজে হেঁটে যেতাম সারাটা রাস্তা।
বান্ধবীকে দেখে যখন আমি হারাতাম মন,
প্রেমের আবেশে পরিবেশ হয়ে উঠতো আনন্দঘন।
একদিন যখন সে হারিয়ে গেল ভিড়ে,
কল্পনা ছেড়ে বাস্তবকে চিনতে শিখলাম ধীরে।
কলেজ শেষ করে যখন হারালাম সাইকেল,
নতুন বাইকে ঢুকাতে শুরু করলাম তেল।
চাকুরীর পরে যখন সব বন্ধুবান্ধবদের হারালাম,
উপার্জন করে আমি নিজের পায়ে দাঁড়ালাম।
বিবাহ করে যখন একদিন হারালাম সুখ,
কবিতার কাব্যরসের কাপে দিলাম আমি চুমুক।
আজকাল রাতের বেলা যখন আমি তন্দ্রাহারা,
ফিরে পাই শৈশবের আকাশ ভর্তি তারা।
ভবিষ্যতে আর কি হারাবো কে জানে?
সব হারানোতেই যেন আনন্দ বয়ে আনে।