তাকে সুখে থাকতে হয়তো ভূতে কিলায়,
না হলে কেন কবি হতে চায়?
রঙ ছাড়া যেমন ছবি হয় না,
দুঃখ ছাড়া তেমনি কবি হয় না।
কবিতা ছাড়া যার খাবার উঠে না,
তার কপালে কখনোই সুখ জোটে না।
কবিতা লেখা যার সখ আর নেশা,
তার কাছে তুচ্ছ অন্য কোন পেশা।
কবিতা লেখা যার অভ্যাস আর স্বভাব,
তার কোনদিন দূর হয় না অভাব।
যে প্রেমিকাকে সে মনে প্রাণে চায়,
সেও একদিন তাকে ছেড়ে চলে যায়।
সব সময় শুনেও বাড়ির লোকের গালি,
সে ভুলে যায় পেলে শ্রোতার হাততালি।
কবি সম্মেলনে গিয়ে যে পারিশ্রমিক পায়,
ভিড়ে পকেটমার পকেট কেটে নিয়ে যায়।
প্রকাশকের টাকা মিটিয়ে বই প্রকাশ করে,
বইমেলায় বিক্রির জন্য হন্যে হয়ে ঘুরে।
মৃত্যুর পর স্মরণসভায় সম্মানিত তার ছবি,
জীবিত অবস্থায় যে ছিল হতভাগা কবি।