যদি বৃষ্টি হতাম,
দুঃখে কাঁদতে পারতাম।
হঠাৎ ঘটিয়ে বজ্রপাত,
করতে পারতাম আর্তনাদ।
যদি বৃষ্টি হতাম,
যখন তখন নামতাম।
হয়ে ইন্দ্রদেবের কন্যা,
সৃষ্টি করতাম বন্যা।
যদি বৃষ্টি হতাম,
বর্ষা নিয়ে আসতাম।
গেয়ে মেঘেদের গান,
শুনাতাম ফসলের ফরমান।
যদি বৃষ্টি হতাম,
জলাশয় ভরে দিতাম।
তৈরি করে ছন্দ,
আমি বাজাতাম জলতরঙ্গ।
যদি বৃষ্টি হতাম,
আওয়াজ করে পড়তাম।
শুনে আমার শব্দ,
চারিদিক হতো স্তব্ধ।
যদি বৃষ্টি হতাম,
পৃথিবীকে ঠান্ডা করতাম।
গ্রীষ্মকে দিয়ে বিদায়,
দেখাতাম বাঁচার উপায়।