হায়রে হায় হে প্রযুক্তি,
মানুষকে দিলি কি নিযুক্তি!
তার মনুষ্যত্ব নিলি কেড়ে,
যন্ত্রমানব বানিয়ে দিলি ছেড়ে।
যারা প্রাইভেট জব করে,
কাকভোরে লোকাল ট্রেনে চড়ে।
কেউ কাস্টমার কেয়ার সামলায়,
বসে টেপ রেকর্ডার বাজায়।
সহজে বুঝতে পারাটাও ভার,
বক্তা মানুষ না কম্পিউটার।
আজকাল সবার হাতে মুঠোফোন,
হঠাৎ বেজে ওঠে রিংটোন।
ছাত্র-ছাত্রীদের হয় অনলাইন ক্লাস,
লুকিয়ে খেলে ক্যান্ডি ক্রাশ।
ফুরানো পর্যন্ত ডেইলি ডাটা,
চলতে থাকে মোবাইল ঘাঁটা।
মেয়েদের পায়ে হাই হিল,
কোমর দুলিয়ে বানায় রিল।
পরে প্লাজো আর সালোয়ার,
বাড়ায় ফ্রেন্ড আর ফলোয়ার।
ময়দা মেখে করে মেকআপ,
তারা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।
কোনদিন না করেই থিয়েটার,
সবাই আজ ডিজিটাল ক্রিয়েটর।