জীবন আজ হারিয়ে গেছে মুখ আর মুখোশের মেলায়,
সে যে ফুরিয়ে গেছে সন্দেহ আর অবিশ্বাসের খেলায়।


জীবন আজ থমকে গেছে বেডরুম আর ব্যালকনিতে,
সে যে চমকে গেছে ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানিতে।


জীবন আজ শুকিয়ে আছে দাবানলের মরশুমে,
সে যে লুকিয়ে আছে শ্বাপদকূলের শীতঘুমে।


জীবন আজ সচল অনলাইন শপিং-এ,
সে যে অচল মোবাইলের কল ড্রপিং-এ।


জীবন আজ সীমিত ডেবিট কার্ডের ৪ অংকের পিনে,
সে যে স্তিমিত মাল্টিপ্ল্যাক্সের জায়ান্ট স্ক্রিনে।


জীবন আজ মুখরিত যান্ত্রিক সভ্যতার আয়েশ-আরামে,
সে যে অপহৃত আইএসআইএস আর বোকো হারামে।


জীবন আজ তেঁতে আছে নাইটক্লাব, ক্যাসিনো আর জিমে;
সে যে মেতে আছে আনলিমিটেড ডাটা আর টকটাইমে।


জীবন আজ দ্বিধাগ্রস্ত হারামে আর হালালে,
সে যে ত্রস্ত দেশবিরোধী অশুভশক্তির দালালে।