কবি আছে বলেই,
পৃথিবী এতো রূপসী;
যেন স্বর্গের ঊর্বশী।
কবি আছে বলেই,
চাঁদের এতো জোছনা;
ছড়ায় মায়াবী মূর্ছনা।
কবি আছে বলেই,
আকাশ এতো নীল;
উড়ে বেড়ায় চিল।
কবি আছে বলেই,
নদী এতো বেগবতী;
বালির ভারে গর্ভবতী।
কবি আছে বলেই,
পুরুষ এতো যোগ্য;
তার পুরুষত্ব উপভোগ্য।
কবি আছে বলেই,
নারী এতো রমণীয়;
তার আকর্ষণ দুর্দমনীয়।
কবি আছে বলেই,
প্রবাসীর এতো বিরহ;
দেশের প্রতি মোহ।
কবি আছে বলেই,
প্রতিবাদের এতো ভাষা;
মানুষের এগিয়ে আসা।
কবি আছে বলেই,
মুখে এতো প্রশ্ন;
চোখ দেখে স্বপ্ন।
কবি আছে বলেই,
মনে এতো আশা;
এক বুক ভালোবাসা।
কবি আছে বলেই,
জীবনের এতো দাম;
বাঁচার জন্য সংগ্রাম।