কবির চোখে নারী,
যেন সতী গান্ধারী।
তার আলুলায়িত চুল,
যেন দার্শনিকের ভুল।
তার শূন্য সিঁথি,
যেন নির্জন বনবীথি।
তার কপালের টিপ,
যেন জ্বলন্ত প্রদীপ।
তার মায়াবী দৃষ্টি,
যেন বাসনার বৃষ্টি।
তার গরম নিঃশ্বাস,
যেন আনুগত্যের বিশ্বাস।
তার দাঁতের হাসি,
যেন মণিমাণিক্যের রাশি।
তার ষোলো শৃঙ্গার,
যেন সৌন্দর্যের সম্ভার।
তার উন্মুক্ত স্তন,
যেন যৌনতার প্রদর্শন।
তার মাংসল নিতম্ব,
যেন যৌবনের দম্ভ।
তার কোমল নাভি,
যেন মিলনের চাবি।
তার নূপুরের শব্দ,
যেন প্রেমের পদ্য।
তার দেহের আকৃতি,
যেন বর্ষার প্রকৃতি।